| শনিবার, ২৩ মে ২০২০
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা জেলায় দায়রা জজ, ম্যাজিষ্ট্রেট ও ৮ জন ব্যাংক কর্মকর্তাসহ আরো ২২ জনের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছে। এ নিয়ে নেত্রকোনা জেলায় সর্বোমোট ১৯৯ জনের মাঝে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
শুক্রবার (২২মে) রাত ১০টার দিকে জেলা সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, জেলার সদর উপজেলার জেলা ও দায়রা জজ একজন, নির্বাহী ম্যাজিস্ট্রেট একজন, নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের একজন, নেত্রকোনা জেলা কারাগারের একজন, জেলার কেন্দুয়া উপজেলার ১১ জন।
এদের মধ্যে সোনালী ব্যাংকের কর্মকর্তা চারজন, রূপালী ব্যাংকের কর্মকর্তা একজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন, কেন্দুয়া পৌর শহরের আরামবাগ মহল্লার একজন, পাইকুড়া পেমই গ্রামের একজন, বাট্টা গ্রামের একজন, বৈখেরহাটি গ্রামের একজন ও রামনগর গ্রামের একজন। এছাড়া জেলার পূর্বধলা উপজেলার মৎস্য কর্মকর্তা, জেলার মদন উপজেলার সোনালী ব্যাংকের কর্মকর্তা তিনজন, মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী এবং মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন ও স্বাস্থ্যকর্মীর পরিবারের সদস্য একজনের কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ এসেছে।
২২ মে পর্যন্ত পরীক্ষাগারে প্রেরিত নমুনার সংখ্যা ২৮৫৪টি। এর মধ্যে ২৭৮৪টির রিপোর্ট পাওয়া গেছে। জেলায় মোট করোনা শনাক্তকৃত ১৯৯ জন। সুস্থ হয়েছেন ৪৮ জন এবং মারা দুইজন মারা গেছে বলেও জানান সিভিল সার্জন তাজুল ইসলাম।
Posted ১:৫১ অপরাহ্ণ | শনিবার, ২৩ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি