নোয়াখালী প্রতিনিধি : | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের সাথে জড়িতদের উপযুক্ত শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ৭১’র চেতনা, নোয়াখালী জেলা শাখা।
আজ মঙ্গলবার সকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় এবং প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রথমে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে সংগঠনটির সদস্যরা। পরে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে সংগঠনের সদস্যরা আবার শান্তিপূর্ণভাবে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
৭১’র চেতনা নোয়াখালী জেলা শাখার সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন সাব্বির বলেন, ‘এই ঘটনায় আজ আমাদের নোয়াখালীর বাতাস ভারী হয়ে গেছে। এই মাটিতে ধর্ষকদের ৭১ এ তেমন ছাড় দেয়া হয়নি তেমনি স্বাধীনতার চার দশক পরেও ছাড় দেওয়া হবে না। আমরা প্রধানমন্ত্রীর নিকট বিনীত অনুরোধ করছি এই আসামীর বিচারের ব্যবস্থা অতিসত্বর করার জন্য। আমাদের নোয়াখালীর এই নৃশংস ঘটনার বিচারের মাধ্যমে যেন বিচার ব্যবস্থা নজির স্থাপন করে সেই প্রত্যাশা করি।’
Posted ১২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি