| মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
পঞ্চগড় প্রতিনিধিঃ বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোঅ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ১৮ আগস্ট) বিকেলে জেলার মাহবুবার রহমান দাখিল মাদ্রাসার মাঠে সদর উপজেলাধীন ধাক্কামারা ইউনিয়নের ১নং ওয়ার্ড বাংলাদেশ আওয়ামীলীগের উদ্দ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাৎ বাষির্কী ও শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মহাফিলে ধাক্কামারা ইউনিয়ন ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সোলেমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস- চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারিক, জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক জাকির হোসে, ৮ নং ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম রবি,সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিকলীগ সদর উপজেলার সভাপতি লোকমান হোসেন বাবু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুর রউফসহ অন্যান্য নেতাকর্মীরা।
পরে আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।
Posted ১২:২৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি