| বুধবার, ২৬ আগস্ট ২০২০
পঞ্চগড়: পঞ্চগড়ে সীমান্ত এলাকা থেকে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)।
বুধবার (২৬ আগস্ট) দুপুরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া বিওপির টহল দল ভুটিয়াপাড়া স্থানে অভিযান পরিচালনা করে এসব ফেন্সিডিল উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা যায়, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা যথাক্রমে নীলফামারী ও পঞ্চগড় জেলার ১৪৭.৯১৮ কিঃ মিঃ অংশে অনাকাঙ্খিত দুর্ঘটনা রোধের পাশাপাশি অবৈধ মাদক পাচার/গরু চোরাচালানী প্রতিরোধকল্পে অত্যন্ত সতর্ক প্রহরা অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে (২৬ আগস্ট) নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধীনস্থ ঘাগড়া বিওপির টহল দল সীমান্ত পিলার ৭৫৪/২-এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভুটিয়াপাড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। এসময় চোরাকারবারীরা ধানের বস্তার ভিতরে অভিনব পদ্ধতিতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল পাচারকালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদকদ্রব্য ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক মামুনুল হক জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৪০ হাজার টাকা।
Posted ১১:১৭ পূর্বাহ্ণ | বুধবার, ২৬ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি