| সোমবার, ৩১ আগস্ট ২০২০
পঞ্চগড় প্রতিনিধিঃ বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধ মঞ্চ পঞ্চগড় জেলা শাখার উদ্যােগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট ) বিকেলে পঞ্চগড় বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশন সংলগ্ন সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মঞ্চ জেলার শাখার সভাপতি সামস্ আরেফিন বাপ্পীর সভাপতিত্বে ও পঞ্চগড় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মুক্তিযুদ্ধ মঞ্চ জেলা শাখার সাধারণ সম্পাদক শাহারিয়ার হোসেন শুভ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব আনোয়ার সাদাত সম্রাট,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের কৃষি বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জাকির হোসেন,পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সভাপতি কাজী আল তারিক, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আহাদ আলম সুজয় ও সদর উপজেলা আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ হিটলার প্রমুখ।
আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পুরো পরিবারের বিদেয়ী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়৷
Posted ১২:৩৭ অপরাহ্ণ | সোমবার, ৩১ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি