পঞ্চগড় প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়নে অজ্ঞাত এক গাড়ির চাকায় পিষ্ট হয়ে নুর আমিন (২৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার দেবনগড় ইউনিয়নের নিজবাড়ী বালুবাড়ি নামক স্থানে জাতীয় মহাসড়কে এই দূর্ঘটনাটি ঘটে। নিহত নুর আমিন ভজনপুর ইউনিয়নের আব্দুল জলিলের ছেলে।
এসময় শাহিন নামে একজন গুরুত্বর আহত হলে তাকে উদ্ধার করে রংপুরে মেডিকেলে প্রেরণ করা হয়।
স্থায়ীয় সূত্রে জানা যায়, নুর আমিন পাথর-বালির ব্যবসা করে থাকেন। বুধবার রাতে ব্যবসায়িক কাজ শেষে পায়ে হেটে বাড়ি ফেরার পথে প্রায় ১ কিলোমিটার দূরে এই দূর্ঘটনার শিকার হয়।
এদিকে গভীর রাত হওয়ায় তাকে ফোনের মাধ্যমে অনেক খোজাখুজির করে বাড়ির সদস্যরা। অপরদিকে স্থানীয়রা দূর্ঘটনার শিকার একটি লাশ রাস্তায় পরে থাকতে দেখে পাশেই থাকা বিজিবি ক্যাম্প,তেঁতুলিয়া হাইওয়ে থানা ও থানা পুলিশকে খবর দেয়।
আহত শাহিনকে বিজিবি দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুরে প্রেরণ করে চিকিৎসক। এদিকে ভোরে নিহতের পরিচয় শনাক্ত হয়।
তেঁতুলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল আজম বিষয়টি নিশ্চিত করে জানান,পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
Posted ৪:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি