পঞ্চগড় : | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
পঞ্চগড়ের বোদা উপজেলায় পারিবারিক কলহের জেরে অতিরিক্ত ঔষুধ খেয়ে জোসনা (৩৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে বোদা সদর ইউনিয়নের দাড়িয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। বৃহস্পতিবার (৮ অক্টোকর) দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।মৃত জোসনা একই এলাকার জসিমদ্দীনের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে বাড়িতে তাদের স্বামী স্ত্রীর মাঝে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ হয়। এতে সে ক্ষোভ ও অভিমানে অতিরিক্ত ঔষুধ সেবন করে জোসনা। পরে অসুস্থ্য হয়ে পড়লে রাতেই জোসনা মৃত্যুবরণ করে। এদিকে বৃহস্পতিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল শেষে দুপুরে ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করে।
বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
Posted ১১:২১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি