| শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের আমতলা এলাকায় অজ্ঞাত পরিচয়ে এক যুবকের লাশ উদ্ধার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আমতলা এলাকায় স্থানীয়রা ওই মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহটির প্রাথমিক সুরতহাল শেষে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করে। এসময় মরদেহের পাশ থেকে একটি লোহার রোড জব্দ করা হয়েছে।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচাজর্ (ভারপ্রাপ্ত) মোঃ জামাল হোসেন অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
Posted ১২:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি