| শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
নিজেস্ব প্রতিবেদক:
পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় কলিম উদ্দীন (২৪) নামের এক স্কেভেটার মেশিন চালককে ৫০ হাজার টাকা জরিমানা ও অন্যদায়ে এক মাস বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার বিকেলে পঞ্চগড় শহরের আহমদ নগর এলাকায় করতোয়া নদীতে বালু উত্তোলন কালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম এই রায় দেন।
কলিম উদ্দীন লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার আব্দুল মান্নানের ছেলে।
জানা গেছে, ইজারাদার আলমগীর কবির স্কেভেটার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলো। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে স্কেভেটার চালককে ‘বালু ও মাটি ব্যবস্থাপনা আইন’ ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী এ রায় দেয়া হয়।
Posted ৫:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি