আবু নাঈম, পঞ্চগড়: | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে প্রয়াত জমিদার আফিজ উদ্দীন প্রধান স্মৃতি স্মরণে আয়োজিত ফুটবল টুর্ণামেন্ট’র শুভ উদ্বোধন হয়েছে।
সোমবার বিকেলে ইউনিয়নের ঠেকরপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্ণামেন্ট’র উদ্বোধন করেন হাফিজাবাদ ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মাহবুব আলম প্রধান।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পঞ্চগড় সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ’র সভাপতি মোকাম্মেল প্রধান মুকু।
শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের আয়োজনে উদ্বোধনী টুর্ণামেন্টে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মনির হোসেন, হাফিজাবাদ ইউনিয়ন আ. লীগের সভাপতি মকলেছার রহমান বাদল, অধ্যক্ষ নুরুল্লাহ, শেখ রাসেল স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহাতাব উদ্দীন প্রধান মারিফ প্রমূখ।
উদ্বোধনী দিনে জগদল ফুটবল একাদশ ও মাগুরা ফুটবল একাদশ অংশ নেয়।
Posted ৫:১৫ অপরাহ্ণ | সোমবার, ০৫ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি