| সোমবার, ১১ মে ২০২০
জেলা জৈষ্ঠ্য প্রতিবেদক, পঞ্চগড় :
পঞ্চগড় জেলা কারাগারে আরও এক কয়েদিসহ দুইজনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।এদের একজন জেলা কারাগারের কয়েদি ও অপরজন ঢাকা ফেরত যুবক। জেলা সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান রবিবার রাতে এ তথ্যটি নিশ্চিত করেছেন।এ নিয়ে জেলায় ১৩ জনে পৌছলো করোনা আক্রান্তের সংখ্যা।
পঞ্চগড় জেলা কারাগারের কয়েদি আক্তারুল ইসলাম (২৫) ও অপরজন উত্তম কুমার রায় (৩১)। তার বাড়ি জেলার দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের খোচাবাড়ি গ্রামে।সে ঢাকা থেকে গ্রামের বাসায় আসেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এর আগে গত ১ মে রাতে জেলা কারাগারে এক কয়েদির অ্যাজমার সমস্যা বেড়ে গেলে শ্বাসকষ্ট শুরু হয়। পরে রাতেই তাঁকে পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে তিনটার দিকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে পুলিশি পাহারায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ভর্তির পরও শ্বাসকষ্ট থাকায় ৩ মে করোনাভাইরাস শনাক্তকরণের পরীক্ষার জন্য তাঁর নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজের ল্যাবে পাঠান চিকিৎসকেরা।
গত ৫ মে মঙ্গলবার সন্ধ্যায় ওই বন্দীর নমুনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।ওই বন্দী যে ওয়ার্ডে থাকতেন,সেই ওয়ার্ড লকডাউন করার পর ওই ওয়ার্ডে থাকা ৫২ জন বন্দীসহ ৭৮ জনের নমুনা ৭ মে বৃহস্পতিবার সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। এদের মধ্যে রবিবার ৫৫ জনের ফলাফল পাওয়া গেছে। এদের মধ্যে দুইজনের পজিটিভ ফলাফল এসেছে।
Posted ৩:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১১ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি