পঞ্চগড় প্রতিনিধি | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
জেলার বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র মেকানিক সোহেল পারভেজের বিরুদ্ধে পুরাতন মালামাল বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ তার বিরুদ্ধে কৈফিয়ত তলব করে এক দিনের মধ্যে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন। কিন্তু ঘটনার ৬ দিনেও জবাব দাখিল করেননি। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সময় ক্ষেপন করছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযোগে জানা গেছে, গত ২৯ নভেম্বর হাসপাতালের জুনিয়র মেকানিক সোহেল পারভেজ একটি ভ্যানে করে হাসপাতালের ১০/১৫টি লোহার জানালা ও গ্রীল (প্রায় ৮০ হাজার টাকা মূল্যের প্রায় ২০ মণ লোহার জানালা ও গ্রীল) বিক্রির চেষ্টা করেন। হাসপাতাল থেকে নিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ভ্যানটি আটক করেন।
এরপর বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ৩০ নভেম্বর সোহেল পারভেজকে কৈফিয়ত তলব করে ১ দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেন। হাসাপতালের মেকানিক সোহেল পারভেজ ইতিপূর্বেও হাসপাতালের অব্যবহৃত মালামাল ও সিলিং ফ্যান বিক্রি করেছেন বলে অভিযোগ রয়েছে। নিয়মিত অফিসে আসেন না এবং সঠিকভাবে দায়িত্ব পালন করেন না বলেও তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে হাসপাতালের জুনিয়র মেকানিক সোহেল পারভেজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মালামালগুলো এক কক্ষ থেকে আরেক কক্ষে নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ভ্যানচালক না বুঝে হাসপাতালের বাইরে নিয়ে গিয়েছিলেন। এসময় স্থানীয় লোকজন মালামালসহ ভ্যানটিকে আটক করে।
এবিষয়ে বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডা. এস আই এম রাজিউল করিম জানান,তাকে শোকজ করে জবাব দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। সে এখন পর্যন্ত জবাব দাখিল করেননি। জবাবের জন্য তাকে পুনঃ চিঠি দেয়া হবে। #
Posted ৪:৫৯ অপরাহ্ণ | শনিবার, ০৫ ডিসেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি