| মঙ্গলবার, ১৯ মে ২০২০
পঞ্চগড় :
স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানায় বুধবার (২০ মে) থেকে পঞ্চগড়ে সকল প্রকার কাপড় ,পোষাক তৈরীর দোকান ,কসমেটিক্স ও জুতার দোকান বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন । তবে নিত্য প্রয়োজনীয় দোকান স্বাস্থ্য বিধি মেনে সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত খোলা থাকবে ।
মঙ্গলবার (১৯ মে) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক জরুরী বৈঠকে এ সিদ্ধানের ঘোষনা দেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন ।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্যবসায়ীদের অনুরোধে স্থাস্থ্য বিধি ও সামাজিক দূরত¦ মেনে সীমিত আকারে সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মার্কেট খুলে দেয় প্রশাসন কিন্তু এতে ব্যবসায়ী ও ক্রেতারা স্থাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব না মানায় আবারো আগামীকাল সকাল থেকে মার্কেট বন্ধ রাখার ঘোষনা দেয় প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) ইউসুফ আলী ব্যাবসায়ীসহ প্রশাসন ও জনপ্রতিনিধিরা।
Posted ২:১৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি