| শনিবার, ১৮ এপ্রিল ২০২০
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ে চাঞ্চল্যকর হত্যা মামলার ২ আসামী সুমন ইসলাম (১৯), ও আবু হাসান (১৮) কে পঞ্চগড় থানা পুলিশ ১৭ এপ্রিল দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ভাদরিয়া ও মুড়িয়াল গ্রাম থেকে গ্রেফতার করেছে।
এরা দুজনে মিলে তাদের এক সাথী মিলন হোসেন (২৩) কে পঞ্চগড়ে ডেকে এনে গত ১০ এপ্রিল বেলা ১ টার দিকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। পরে তার লাশ পঞ্চগড় সদর উপজেলার রাজারপাড় ডাঙ্গার নদীর পাড়ে ফেলে রেখে তারা পালিয়ে যায়। ঐ দিনই এলাকার লোকজন অজ্ঞাত লাশের খবর পুলিশকে জানালে, বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে। ঐ সময় লাশের কাছে পড়ে থাকা ২ টি মোবাইল ফোন পুলিশ জব্দ করে।
লাশের পরিচয় নিশ্চিত হতে না পেরে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে সংশ্লিষ্ট থানা পুলিশ ১১ এপ্রিল পঞ্চগড় কেন্দ্রীয় গোরস্থানে লাশের দাফন করে। ঘটনাস্থলে পড়ে পাওয়া মোবাইল এর ক্লু ধরে পুলিশ আসামীদের অবস্থান নিশ্চিত হয়। পরে ১৭ এপ্রিল পঞ্চগড় থানা পুলিশ দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিজান চালিয়ে জেলার সংশ্লিষ্ট উপজেলার ভাদরিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে মো: সুমন ইসলাম (১৯) ও একই উপজেলার মো: বাবুল হোসেনের ছেলে মো: আবু হাসান (১৮) কে গ্রেফতার করতে সক্ষম হয়।
পঞ্চগড় সদর থানার ওসি তদন্ত মো: জামাল হোসেন এ ব্যাপারে বলেন, “গ্রেফতারকৃত সুমন ইসলাম ও আবু হাসান এরা দুজনে মিলে মিলন হোসেন (২৩) কে সস্তা দরে ব্যাপক পরিমান মাদক দেওয়ার লোভ দেখিয়ে পঞ্চগড়ে ডেকে আনে। পরে মিলনের কাছে থাকা ৮০,০০০ টাকা হাতিয়ে নিয়ে তাকে হত্যা করে। নিহত মিলন হোসেনের বাবার নাম মো: নাঈমুল ইসলাম, তার গ্রামের বাড়ী দিনাজপুর জেলার কাহারোল থানার চক্ররাম প্রানকৃষ্ণ গ্রামে।”
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানায় হত্যা মামলার ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Posted ১০:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ১৮ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি