| সোমবার, ২০ এপ্রিল ২০২০
পঞ্চগড় সংবাদদাতাঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের গাইঘাটা গ্রামে জ্বর, সর্দি ও গলা ব্যথা নিয়ে হাবিবুর রহমান রাজিব (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ।
সোমবার (২০ এপ্রিল) বিকেলে তাকে বিশেষ ব্যবস্থায় দাফন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
চিকিৎসক ও এলাকাবাসী জানান, বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের ওই কিশোর জ্বর, গলা ব্যথাসহ করোনার উপসর্গে ভুগছিলেন। তিনি এবার এসএসসি পরীক্ষা দিয়েছেন। গত রবিবার তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
মৃতের পরিবারের সদস্যদের দাবি, জন্ডিসে তার মৃত্যু হয়েছে। সোমবার সকালে বোদা উপজেলা স্বাস্থ্য বিভাগ তার শরীর থেকে করোনা উপসর্গ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে।
ওই ওয়ার্ডের ইউপি সদস্য অখিল চন্দ্র বর্মন জানান, ৩ মাস পূর্বে হাবিবুরের বড় ভাই মালদ্বীপ থেকে বাড়িতে আসেন এবং তার আর এক ভাই গাড়ি চালক। তিনিও সম্প্রতি ঢাকা থেকে গ্রামে ফেরেন এবং করোনার উপসর্গসহ সব মিলে এলাকার মানুষ বিষয়টি নিয়ে আতঙ্কিত।
এ বিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার মো. সোলেমান আলী জানান, মৃতের বাড়িটি লকডাউন করা হয়েছে। কেউ যাতে তাদের বাসায় না যায় এবং তাদের বাসা থেকেও যাতে কেউ বের না হয় এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।
Posted ৮:৪৯ পূর্বাহ্ণ | সোমবার, ২০ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি