পঞ্চগড় প্রতিনিধি : | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
পঞ্চগড়ে মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল করিমা খাতুন (৪৩) নামের এক নারীর।এ ঘটনায় অটোরিকশাচালক মঈনুল হক (৩৫),অটো রিকশাযাত্রী ফাহিমা খাতুন (৩৫) ও শাহানা বেগম (৩২) নামের তিনজন আহত হন। নিহত নারী জেলা সদরের উপজেলার শিংপাড়া এলাকায়। তিনি ওই এলাকার রমজান আলীর স্ত্রী। আহতদের বাড়ি শহরের জালাসী এলাকায়।
বৃহস্পতিবার বিকেলে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে এই মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, করিমা খাতুন ছাগলের চিকিৎসা শেষে প্রাণিসম্পদ হাসপাতাল থেকে বের হয়ে মহাসড়ক পার হওয়ার সময় তেঁতুলিয়া থেকে পঞ্চগড়গামী একটি ট্রাক তাকে ও পঞ্চগড় থেকে জগদলগামী একটি অটো রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই করিমা খাতুনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পঞ্চগড় থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। পুলিশ ট্রাকটিকে আটক করেছে। চালককে এলাকাবাসী পুলিশের হাতে সোপর্দ করেছে। হেলপার পালিয়ে গেছে।
পঞ্চগড় থানার ওসি আবু আককাছ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি