পঞ্চগড় প্রতিনিধি | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
পঞ্চগড়ে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস আনঃনগর ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে (৩০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে ।
আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা সিরাজুলইসলাম রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
তবে মৃত ওই ব্যক্তির এখনও কোন পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ জানায়,আজ মঙ্গলবার সকালে রেলস্টেশন সংলগ্ন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেল স্টেশনের সামনে এসে পৌছালে এসময় ওই ব্যক্তি ট্রেনে কাটা পড়ে থেতলে যায় এবং ঘটনাস্থলে ওই ব্যক্তি মারা যায়।
এদিকে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জামাল হোসেন ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয়ে ওই ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে তিনি জানান,মৃত ব্যক্তির এখনও পরিচয় পাওয়া যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
Posted ৯:৩৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি