| বুধবার, ১৯ আগস্ট ২০২০
পঞ্চগড় সংবাদদাতাঃ
পঞ্চগড়ের বোদা উপজেলায় দারিদ্র বিমোচনের লক্ষ্যে পুষ্টিসমৃদ্ধ উচ্চমূল্যের অপ্রধান শস্য উৎপাদন ও বাজার জাতকরণ কর্মসূচি শীর্ষক প্রকল্পের ৪০ জন উপকারভোগী সদস্যদের মাঝে ৪ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকালে বোদা উপজেলা পরিষদের অডিটোরিয়াম মিলনায়তনে বোদা পল্লী উন্নয়ন বোর্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সোলেমান আলী।
প্রশিক্ষণ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফারুক আলম টবি।
এ সময় উপস্থিত ছিলেন বোদা পৌরসভার মেয়র এডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা সহ বোদা উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
Posted ২:৪৮ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি