| মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
আবু নাঈম, পঞ্চগড়:মুজিব বর্ষ-২০২০ উপলক্ষ্যে পঞ্চগড় শহর রক্ষা বাঁধ (তুলারডাঙ্গা বাঁধ)-এ প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয়ে করতোয়া নদীর তীরে নির্মীত হতে চলছে “সোনার বাংলা পার্ক” নামের একটি নান্দনিক বিনোদন কেন্দ্র।
মঙ্গলবার বেলা ১২টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পার্কটির নির্মান কাজের উদ্বোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
এর আগে পানি উন্নয়ন বোর্ডের আয়োজনে তুলারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা পানি সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেহানুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌরসভার মেয়র তৌহিদুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আল তারিক, জেলা মহিলা আ.লীগের সভানেত্রী রেজিয়া ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন, পৌর কাউন্সিলর দিলখুশা প্রধান বিপ্লবী প্রমূখ।
Posted ১২:১৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০১৯
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি