| বুধবার, ১০ জুন ২০২০
পঞ্চগড়ের তেঁতুলিয়া ও অটোয়ারী উপজেলায় আরিফ হোসেন (৫) ও সিয়াম (২) নামে পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে ।
আজ বুধবার (১০ জুন) দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউরিয়নের বোয়ালমারি ও অটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকায় এ ঘটনা দুটি ঘটে ।
জানা যায়, নিহত শিশু আরিফ হোসেন তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউরিয়নের বোয়ালমারি এলাকার শহিদুল ইসলামে ছেলে অন্যদিকে নিহত অপর শিশু সিয়াম অটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের নিতুপাড়া এলাকার দুলাল হোসেনের ছেলে ।
পুুলিশ জানায়, দুপুরে আরিফ তার বাড়ির পাশে খেলার সময় পুকুরে পড়ে যায় পওে তাকে অনেক খোঁজাখুজির পর তার পরিবার তাকে পুকুরে ভাসতে দেখলে তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস¦্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন অন্যদিকে আটোয়ারী উপজেলার দুলালের ছেলে সিয়াম বাড়ির আঙ্গিনায় হাঁস নিয়ে খোর সময় সবার অগোচরে টিউবওয়েলের পানি নিষ্কাশনে ডোবায় পড়ে যায় পওে তাকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে সে মারা যায় ।
এদিকে তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহুরুল ইসলাম আরিফের ও আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইজার উদ্দিন সিয়ামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ।
Posted ৩:৫৭ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি