| শুক্রবার, ০৬ মার্চ ২০২০
পঞ্চগড়: পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় ময়ূরী (১৪) ও রাজিউর (৫) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (০৬ মার্চ) বিকেল ও রাতে এই দূর্ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন, তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইনিয়নের ভূটুজোত এলাকার আনারুলের মেয়ে ময়ূরী। এবং রাজিউর একই উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রধানগছ এলাকার মানিকের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, ময়ূরী তার দুলাভাই আরিফের সাথা মোটরসাইকেল করে পঞ্চগড়ে যাওয়ার পথে রাতে পঞ্চগড় সদর উপজেলার জগদল এলাকার গোয়ালঝাড় রোডে ট্রাকের চাপায় মৃত্যুবরণ করে। অপরদিকে প্রধানগছ ভজনপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় অটোর ধাক্কায় গুরুত্বর আহত হলে চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে মৃত্যুবরণ করে।
পঞ্চগড় সদর থানার এসআই আব্দুল জলিল নিহতের বিষয়টি নিশ্চিত করেন।
Posted ৫:২৩ অপরাহ্ণ | শুক্রবার, ০৬ মার্চ ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি