| রবিবার, ১৯ জানুয়ারি ২০২০
পঞ্চগড়: পঞ্চগড়ে বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রতিবন্ধী সেবাকেন্দ্রের উদ্বোধন করেছে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার মোলানী পাড়া এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিবন্ধী সেবাকেন্দ্রের উদ্ধোধন করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
দারিদ্র কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শাহজালালের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগ নেতা লিটন, জেলা আওয়ামীল লীগ নেত্রী হুসনেয়ারা বেগম, ডা. জুলকার নাইম সাগর, ডা. হাকিম আম্বিয়া আক্তার প্রমূখ।
সংস্থাটির সূত্রে জানা যায়, প্রতিবন্ধী সেবা কেন্দ্রটি গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) জাতীয় সমাজসেবা দিবসে যাত্রা শুরু করে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিবন্ধীদের আধুনিক যন্ত্রপাতি দিয়ে দক্ষ ফিজিও থেরাপিস্টের তত্ত্বাবধায়নে চিকিৎসা সেবা কার্যক্রম চলছে। এছাড়া গ্রামের প্রত্যন্ত এলাকায় প্রতিদিন মানবতার জানালা নামের কর্মসূচীর মাধ্যমে “ডা. এসেছে বাড়িতে চিকিৎসা নিব ফিরিতে” এই স্লোগানে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
এ পর্যন্ত মুজিববর্ষের শুরু থেকে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন দারিদ্র কল্যাণ সংস্থা প্রায় ২ হাজার অসহায়, দরিদ্র ও প্রতিবন্ধীদের চিকিৎসা সেবা প্রদান করেছে।
Posted ১২:৫৪ অপরাহ্ণ | রবিবার, ১৯ জানুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি