| সোমবার, ০১ জুন ২০২০
পঞ্চগড়: পঞ্চগড়ে পৃথক এলাকায় বজ্রপাতে বাবা ও ছেলেসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
সোমবার (০১ জুন) দুপুরে জেলার তেঁতুলিয়া ও বোদা উপজেলায় এই ঘটনাগুলো ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের খনিয়াগছ গ্রামে মাঠে ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে মোহাম্মদ আলী (৫৫) ও তার ছেলে আনিছুর রহমান (৩৫) মৃত্যু বরণ করে। এদিকে বোদা উপজেলার বড়শশী ইউনিয়নে চিলাপাড়া গ্রামে বজ্রপাতে রিপন ইসলাম (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের মনসুর আলমের ছেলে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, রিপন বাড়ির পাশের ক্ষেত থেকে হাঁস পিটিয়ে বাড়ি আনতে গিয়েছিল রিপন আকষ্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। পঞ্চগড় সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আতায়ার সিদ্দিকি বাবা-ছেলের নিহতের বিষয়টি এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক হাসিনুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | সোমবার, ০১ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি