পঞ্চগড় প্রতিনিধি | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
৩ বোতল অবৈধ বিদেশী মদসহ পলাশ রায় আকাশ পুলিশের হাতে আটক
পঞ্চগড়ের বোদা উপজেলায় ৩ বোতল অবৈধ বিদেশী মদসহ পলাশ রায় আকাশ (২৪) নামে এক যুবককে আটক করেছে বোদা থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দিনগত রাতে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে ৩ বোতল অবৈধ বিদেশী মদসহ তাকে আটক করা হয়। পরে শুক্রবার (২৫ ডিসেম্বর)আইনি প্রক্রিয়া শেষে দুপুরে তাকে জেল হাজতে প্ররণ করা হয়।
আটককৃত পলাশ রায় আকাশ একই উপজেলার ধামেরঘাট (ঝাড়পাড়া) গ্রামের ধীরেন্দ্রনাথ রায়ের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বোদা থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত আবর সঙ্গীয় ফোর্সদের নিয়ে কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে পৌছালে মাদক ব্যবসায়ী ৩/৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়া যাওয়ার চেষ্টা করে। এসময় ২/৩ জন পালাতে সক্ষম হলেও পলাশ রায় আকাশকে ৩ বোতল বিদেশী মদের বোতল (মদসহ) সহ আটক করে পুলিশ। যাহার বাজার মূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৫০০ টাকা।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, সকল ধরণের আইনি প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্ররণ করা হয়েছে।
Posted ১:০৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি