পঞ্চগড় প্রতিনিধি: | শুক্রবার, ০২ অক্টোবর ২০২০
পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন রায় (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০ টায় পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিতলা বনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সুজন রায় ওই এলাকার মৃত মঙ্গল রায়ের ছেলে।
স্থানীয় ও পরিবারের সদস্যরা জানায়, সুজন রায় বাড়ির পাশে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে ছিলো। বাঁশের উপর বৈদ্যুতিক তার থাকায় সে তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। তার চিকিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে আসে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আবু আক্কাস আহম্মদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
Posted ১:০৩ অপরাহ্ণ | শুক্রবার, ০২ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি