| বুধবার, ১৭ জুন ২০২০
পঞ্চগড় সদর উপজেলার পৌর এলাকার পূর্ব তেলিয়াপাড়ায় রংপুর ফেরত ২৬ বছর বয়সী এক যুবকের দেহে করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৫ জনে। মঙ্গলবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, সদর উপজেলার আক্রান্ত ওই যুবক রংপুর জেলা নির্বাচন অফিসে চাকুরী করতো। সম্প্রতি সে রংপুর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
গত ০৯ জুন ওই যুবকের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১৭ জুন তার করোনা পজেটিভ এসেছে। বর্তমানে ওই যুবক নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছে এবং বর্তমানে তার করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছে বলে জানা গেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮৯০ জনের নমুনা সংগ্রহ করার পর ১৬৮২ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ১১৫ জনের করোনা পজেটিভ এসেছে। জেলার ১১৫ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন,সদরে ৩৬ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ১০ জন এবং দেবীগঞ্জে ৪৭ জন। ইতিমধ্যে তেঁতুলিয়ায় ৭ জন, সদরে ১৮ জন,আটোয়ারীতে ১ জন,বোদায় ৭ জন ও দেবীগঞ্জ উপজেলায় ৩৪ জন সহ মোট ৬৬ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুই জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার একজন।
এদিকে করোনার উপসর্গে তেঁতুলিয়ায় ৫০ বছর বয়সী এক নারী, সদরে ৭৫ বছর বয়সী এক মুক্তিযোদ্ধা ও ২২ বছর বয়সী এক যুবক,বোদায় ১৬ বছর বয়সী এক কিশোর ও দেবীগঞ্জে ১৩ বছর বয়সী এক কিশোরী মারা গেছে।
Posted ৪:১১ অপরাহ্ণ | বুধবার, ১৭ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি