| শুক্রবার, ০১ মে ২০২০
পঞ্চগড়ঃ
পঞ্চগড়ে লকডাউন চলাকালীন সরকারি নির্দেশনা অমান্য ৮টি ট্রাকে বালি পরিবহনের দায়ে ট্রাক চালকদের ৫ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার (০১ মে ) দুপুরে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় ট্রাক চালকদের জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ট্রাফিক পুলিশের পরিদর্শক কাজী কামরুল ইসলাম,সার্জেন্ট এনামুল হক,পঞ্চগড় সদর ভূমি অফিসের নাজির জাকির হোসেন প্রধান,গণমাধ্যম কর্মীরা সহ ট্রাফিক পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, এই ট্রাকগুলো দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলা কুষ্টিয়া,যশোর,রাজশাহী ও বগুড়া সহ দেশের বিভিন্ন জেলা থেকে কলা সহ বিভিন্ন জরুরী পন্য নিয়ে পঞ্চগড়ে আসে এবং ফেরত যাওয়ার পথে পঞ্চগড়ের বিভিন্ন এলাকা হতে বালি নিয়ে যাওয়ার পথে পঞ্চগড় শহরের চৌরঙ্গী মোড় এলাকায় পঞ্চগড় ট্রাফিক পুলিশের পরিদর্শক কাজী কামরুল ইসলাম, সার্জেন্ট এনামুল হকের নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি দল একটি ট্রাক গুলোকে আটক করে। পরে ট্রাক চালকদের জরিমানা করা হয়।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আমিনুল ইসলাম জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাথর পরিবহনের দায়ে ৮ টি ট্রাক আটক করে চালকদের প্রত্যেককে ৫ হাজার করে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাকে পরিবহন করা বালি পঞ্চগড় সদর ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলামের জিম্মায় দেয়া হয়েছে। তিনি সদর ইউনিয়নের হিলিবোর্ড এলাকায় এ বালি আনলোড করে রাখবেন। পরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে প্রকাশ্য নিলামের মাধ্যমে বালি বিক্রি করে সরকারী কোষাগারে টাকা জমা দেয়া হবে।
Posted ১১:০২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি