| রবিবার, ৩০ আগস্ট ২০২০
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের বোদা উপজেলায় সাপের দংশনে কালু মিয়া (৪০) নামের এক সাপুরের মৃত্যু হয়েছে।
রোববার সকালে উপজেলার কালিয়াগঞ্জকাজলদিঘী ইউনিয়নের বানিয়াপাড়া এলাকার সফিকুলের বাড়িতে এঘটনা ঘটে।
কালু মিয়া পঞ্চগড় সদর উপজেলার কামাতকাজলদিঘী ইউনিয়নের ঠাকুরপাড়া এলাকার রহিম বাদশার ছেলে।
জানা গেছে, কালু মিয়া সাপ দিয়ে খেলা দেখিয়ে আর ওঝাগিরি করে সংসার চালাতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার সফিকুলের বসত বাড়িতে বড় সাপ আছে এমন খবর পেয়ে সাপ শিকারে আসেন কালু। সফিকুলের বাড়ি থেকে একটি বিষাক্ত সাপ উদ্ধার করে বস্তাবন্দীও করেন তিনি। বস্তাবন্দী করার সময় অসাবধানতা বশত সাপ তাকে দংশন করে। দংশনের কিছুক্ষন পর তার মৃত্যু হয়।
কালিয়াগঞ্জকাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাল উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Posted ১০:৩৯ পূর্বাহ্ণ | রবিবার, ৩০ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি