পঞ্চগড় প্রতিনিধি | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
পঞ্চগড়ে স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে প্রশিক্ষন কর্মশালা ও বই বিতরন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ প্রেস কাউন্সিল এই প্রশিক্ষন কর্মশালার আয়োজন করেন।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ এ কর্মশালার উদ্বোধন করেন। পঞ্চগড় জেলা প্রশাসক ড. সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রেস কাউন্সিলের সদস্য সৈয়দ ইশতিয়াক রেজা,আব্দুল মজিদ, সদস্য সচিব শাহ আলম, পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ৪০ জন সাংবাদিক কর্মশালায় অংশ নেন। পরে অতিথিবৃন্দ সাংবাদিকদের হাতে সনদপত্র ও বই তুলে দেন।
কর্মশালায় প্রেস কাউন্সিল আইন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও হলুদ সাংবাদিকতা রোধ ও অনুসন্ধানী সাংবাদিকতায় লক্ষণীয় বিষয়সমূহ বিষয়ে আলোচনা করা হয়
Posted ১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি