| বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
পঞ্চগড় সংবাদদাতাঃ
পঞ্চগড় সদর উপজেলার ১ নং অমরখানা ইউনিয়নে সড়ক দুর্ঘটনায় হামিদুল (৫০)নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতেউপজেলার অমরখানা বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
নিহত হামিদুল সদর উপজেলার বোড বাজার এলাকার আখিমদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে বোড বাজার এলাকায় যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পিলারের সাথে ধাক্কা খায় হামিদুল। এতে আহত হলে স্থানীয়দের সহযোগীতায় তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে (রমেক) প্রেরণ করলে রংপুর নেয়ার পথেই মৃত্যুবরণ করেন হামিদুল।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবি প্রধান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Posted ২:৫৪ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি