পঞ্চগড় প্রতিনিধি: | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
মোটরসাইকেল আরোহীদের যারা হেলমেট ব্যবহার করছেন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন পঞ্চগড় জেলা পুলিশ।
মঙ্গলবার বিকেলে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্ক চত্বরে ট্রাফিক বিভাগের সদস্যরা হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকদের সঙ্গে মতবিনিময় করে এবং তাদেরকে ধন্যবাদ জানান। একই সাথে হেলমেটের গুরুত্ব তুলে ধরেন এবং আরোহীদের সাথে ফটোশেসন করেন।
হেলমেট পরিহিত মোটরসাইকেল চালকরা জানান, আমরা আমাদের নিরাপত্তার জন্য হেলমেট ব্যবহার করি। হেলমেট পড়লে নিজের জীবন সুরক্ষিত থাকে। এই প্রথম ট্রাফিক পুলিশ আমাদেরকে হেলমেট পড়ার কারনে ধন্যবাদ জানালো।
ট্রাফিক বিভাগের সার্জেন্ট আল ফরিদ জানান, পঞ্চগড়ের লোকজন যারা মোটরসাইকেল চালান তারা বেশির ভাগই হেলমেট ব্যবহার করেন না। আবার অনেকেরই মোটরসাইকেলের ইন্সুইরেন্স, রেজিষ্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স নেই। আমরা প্রাথমিক ভাবে হেলমেটের বিষয়ে উদ্যোগ নিয়েছি। যারা হেলমেট পড়ছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি।
তিনি বলেন, সচেতনতাই সড়কে চলাচলে জীবনের নিরাপত্তা বাড়াতে পারে। আমরা যদি নিজে সচেতন না হই তাহলে শুধুমাত্র জরিমানা ও মামলা করে সড়কে দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা বিধান অসম্ভব।
এসময় সার্জেন্ট মাসুদ হাসান, এটিএসআই কামরুজ্জামান, রঞ্জন কুমার রায় উপস্থিত ছিলেন।
Posted ৩:১১ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ জানুয়ারি ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি