| রবিবার, ০৫ এপ্রিল ২০২০
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় পৌর এলাকার ৮ টি পয়েন্টে ১০ টাকা কেজি দরে ওএমএসের চাল বিক্রি শুরু হয়েছে। এ সময় ১০ টাকা কেজি দরের চাল কিনতে মানুষজনকে দীর্ঘ লাইন ধরে দাড়িয়ে থাকতে দেখা যায়।
আজ রবিবার (০৫ এপ্রিল) সকাল ১০ টায় পঞ্চগড় শহরের লিচুতলা এলাকায় এ চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় সদর উপজেলার চেয়ারম্যান আমিরুল ইসলাম। এ সময় খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সপ্তাহে ৩ দিন ৮ জন ডিলারের মাধ্যমে ৩০ টন চাল বিতরণ করা হবে। একজন ডিলার প্রতিদিন গড়ে ২৫০ জন মানুষের মাঝে ১ হাজার ২৫০ কেজি চাল বিতরণ করবে।
Posted ২:১৫ অপরাহ্ণ | রবিবার, ০৫ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি