| বুধবার, ১৯ আগস্ট ২০২০
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে ১১ মামলার আসামী কুখ্যাত ডাকাত মো. সুলতান ওরফে রুবেলকে (৪২) গ্রেফতার করেছে পঞ্চগড় থানা পুলিশ। মঙ্গলবার রাতে পঞ্চগড় জেলা শহরের সিএন্ডবি মোড় এলাকার আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিনের আম বাগান থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
তার বাড়ি জেলার বোদা উপজেলার মাড়েয়া বেতবাড়ি গ্রামে। সে ওই গ্রামের ইমান আলী ওরফে মনছুর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় সদর থানার সেকেন্ড অফিসার কাইয়ুম আলী ও এএসআই সুফিয়ানের নেতৃত্বে পঞ্চগড় জেলা শহরের সিএন্ডবি মোড় এলাকার আওয়ামী লীগ নেতা সালাহ উদ্দিনের আম বাগান বাড়ীতে অভিযান চালায়। এসময় তাকে পুলিশ গ্রেফতার করে। তবে অন্যরা পালিয়ে যায়।
পুলিশ আরও জানায়, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় তার বিরুদ্ধে ৭টি ডাকাতি ও ৪টি সিদেল চুরি মামলা রয়েছে। তাকে অনেকদিন ধরে খুঁজছিল পুলিশ।
পঞ্চগড় থানার ওসি আক্কাছ আহমেদ কুখ্যাত ডাকাত সুলতানকে গ্রেফতারের কথা স্বীকার করে জানান, বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। #
Posted ২:৪০ অপরাহ্ণ | বুধবার, ১৯ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি