পঞ্চগড় প্রতিনিধি | সোমবার, ১৫ মার্চ ২০২১
ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন পঞ্চগড়-১ আসনের সাংসদ আলহাজ্ব মজাহারুল হক প্রধান, তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একই দিনে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মজাহারুল হক প্রধান।সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে বিদ্যালয় তিনটির নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি। বিদ্যালয় তিনটি হচ্ছে উপজেলার গোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাকিমপুর গোয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের বিদ্যালয় তিনটির নির্মাণ কাজ বাস্তবায়ন করবেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলূ, জেলা নির্বাহী প্রকৌশলী শামছুজ্জামান, নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, মডেল থানার ওসি আবু ছায়েম মিয়া, আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, প্রকৌশলী আবু সাঈদ, তিরনইহাট ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাসুদ করিম সিদ্দিকী প্রমুখ। এছাড়াও তিনটি বিদ্যালয়ের স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Posted ১২:৫৩ অপরাহ্ণ | সোমবার, ১৫ মার্চ ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি