| রবিবার, ৩১ মে ২০২০
করোনা ভাইরাসের কারনে দীর্ঘ ৬৬ দিন বন্ধ থাকার পর আজ থেকে পঞ্চগড়-ঢাকা- পঞ্চগড়রুটে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেস চালু হয়েছে।
আজ রোববার (৩১ মে) দুপুর সাড়ে বারোটায় পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে ষ্টেশন থেকে ছেড়ে যাওয়া ট্রেনের যাত্রীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা, মাক্স ব্যবহার ও স্বাস্থ্যবিধি মেনে ট্রেনে ওঠানো হয়। এর আগে ট্রেনের সবকটি কোচ জীবানুনাশক স্প্রে দিয়ে পরিচ্ছন্ন করা হয়।
এদিকে স্টেশনের টিকিট কাউন্টারে টিকিট বিক্রি না করে অনলাইনের মাধ্যমে ট্রেনের টিকিট বিক্রি করায় অনেক যাত্রী বিপাকে পড়েছে। তবে অনেক যাত্রী বলছেন, অনলাইনের মাধ্যমে টিকিট বিক্রি করায় টিকিট কালোবাজারি রোধ করা সম্ভব হয়েছে।
পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন মাষ্টার মোশারফ হোসেন জানান, পঞ্চগড় থেকে ঢাকা রুটে তিনটি , পঞ্চগড়-জয়পুরহাট ও পঞ্চগড়-পার্ব্বতী রুটে ২ টিসহ মোট ছয়টি ট্রেন নিয়মিত চলাচল করলেও বর্তমান পরিস্থিতিতে শুধুমাত্র পঞ্চগড়-ঢাকা রুটে একটি ট্রেন চালু করা হয়েছে।
Posted ১১:২৪ পূর্বাহ্ণ | রবিবার, ৩১ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি