পঞ্চগড় প্রতিনিধি | সোমবার, ১২ অক্টোবর ২০২০
পঞ্চগড় প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন দৈনিক সবুজ নিশান পত্রিকার সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ আবু সাঈদ সোহান। সোমবার সন্ধ্যায় পঞ্চগড় প্রেসক্লাবের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চলমান পরিস্থিতিতে সাংবাদিকতার নানা সংকট ও চ্যালেঞ্জসহ বিভিন্ন বিষয়ে আলোচনায় অংশ নেন সাংবাদিক নেতারা।
এ সময় সবুজ নিশানের সম্পাদক আবু সাঈদ তৃণমূল সাংবাদিকদের উন্নয়নে সবুজ নিশান পত্রিকা বড় ভূমিকা রাখবে বলে আশ্বস্ত করেন। এমনকি প্রান্তিক এলাকার সাংবাদিকদের সংকটে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এ সময় পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দৈনিক খোলা কাগজ ও বিডি নিউজের পঞ্চগড় প্রতিনিধি সাইফুল আলম বাবু, সহসভাপতি এবং দৈনিক আজকালের খবর ও করতোয়ার পঞ্চগড় প্রতিনিধি সামসউদ্দীন চৌধুরী কালাম, এনটিভি ও দৈনিক ইত্তেফাকের পঞ্চগড় প্রতিনিধি সাজ্জাদুর রহমান সাজ্জাদ, বাংলা ভিশনের পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেন, দৈনিক খবরের পঞ্চগড় প্রতিনিধি কামরুল ইসলাম কামু,
প্রথম আলোর পঞ্চগড় প্রতিনিধি রাজিউর রহমান রাজু, ডিবিসির পঞ্চগড় প্রতিনিধি লুৎফর রহমান, ভোরের কাগজের পঞ্চগড় প্রতিনিধি আবু সালেহ রায়হান, দৈনিক ভোরের পাতা পত্রিকার পঞ্চগড় প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক নয়া দিগন্তের পঞ্চগড় প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ, মাই টিভি ও সবুজ নিশানের পঞ্চগড় প্রতিনিধি আবু তাহের আনসারীসহ প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।
Posted ৩:২০ অপরাহ্ণ | সোমবার, ১২ অক্টোবর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি