| বুধবার, ২০ মে ২০২০
পঞ্চগড় প্রতিনিধিঃ
করোনা পরিস্থিতিতে কর্মহীন ,গরীব ও দুস্থ্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ উদ্দ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে পঞ্চগড় সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের এক দল যুবক।
আজ বুধবার ( ২০ মে) দুপুরে ত্রাা বাড়ি বাড়ি গিয়ে প্রায় দেড় শতাধিক কর্মহীন ,গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ উপহার হিসাবে সেমাই,চিনি,দুধ,মুড়ি ও সাবান বিতরণ করে।
জানা গেছে,করোনা পরিস্থিতিতে এসব গরীব ও দুস্থ্যদের বিভিন্ন সময় ত্রান ও সহযোগীতা করে আসছে এবং আজ তারা ওই ওয়ার্ডের পানিহাগা,সন্ন্যাসী পাড়া ও জমভিটা এলাকার কর্মহীন ,গরীব ও দুস্থ্যদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ উদ্দ্যোগে ঈদুল ফিতর উপলক্ষে এসব খাদ্য সামগ্রী বিতরণ করে ।
এসময় তাদের মধ্যে উপস্থিত ছিলেন,মুসলিম উদ্দিন,মমিত হাসান মুন,আইনাল হোসেন ,বায়েজিদ বোস্তামী প্রমুখ।
এসময় ওই যুবক দলেে অন্যতম সদস্য মুসলিম উদ্দিন ও মমিত হাসান মুন জানান,আমরা করোনা পরিস্থিতিতে কর্মহীন ,গরীব ও দুস্থ্যদের মাঝে নিজ ঊদ্দ্যোগে এ খাদ্য সামগ্রী বিতরন করলাম । আমরা এর আগেও এলাকাল গরীব অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল,ডাল, সবজিসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরন করছে । আমরা সমাজের যারা বৃত্তবান আছে তাদের সবাইকে এসব গরীব অসহ্য় মানুষের পাশে দাড়ানোর অনুরোধ করছি ।
Posted ৮:১৮ পূর্বাহ্ণ | বুধবার, ২০ মে ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি