| রবিবার, ১৯ এপ্রিল ২০২০
সারা দেশেই ছড়িয়ে পরছে প্রাণঘাতী করোনা ভাইরাস । করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি মোকাবিলায় আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পটুয়াখালী জেলায় লকডাউন (অবরুদ্ধ) করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী এ বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করেন
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ১৬ এপ্রিল সমগ্র বাংলাদেশকে সংক্রমণের ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করায় এবং আশপাশের জেলাগুলোতেও করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় পটুয়াখালী লকডাউন করা হলো। অবরুদ্ধকালে এ জেলার সড়কপথে, নৌপথে ও আকাশপথে জনসাধারণের আগমন-বহির্গমন নিষিদ্ধ থাকবে। জেলার অভ্যন্তরে আন্ত–উপজেলায় যাতায়াতের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা কার্যকর হবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসাসেবা, কৃষিপণ্য, খাদ্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ওষুধশিল্প–সংশ্লিষ্ট কর্মী ও যানবাহন লকডাউনের বাইরে থাকবে।
Posted ১১:৫১ পূর্বাহ্ণ | রবিবার, ১৯ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি