| শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোলঃ আবারো ঘুরে এসেছে বছরের সেরা মাস রমজান। মহান আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি আমাদেরকে আরও একবার পবিত্র রমজান নামক তাঁর মহান রহমত, বরকত ও ক্ষমা তথা মাগফিরাতের এক অসীম মহাসাগরের তীরে উপস্থিত হওয়ার সৌভাগ্য দান করেছেন।
পবিত্র মাহে রমজান উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় যশোরের শার্শা এলাকায় ইমাম-মুয়াজ্জিনদের পরিবারের জন্য খাদ্য সামগ্রী উপহার বিতরণ করলেন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মহাসিন কবির।
কোন রকম প্রচার-প্রচারনা ছাড়া নীরবে-নিভৃতে শার্শার ইমাম মুয়াজ্জিনদের বাড়িতে বাড়িতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। তাঁর পক্ষ থেকে স্থানীয় বিএনপির যুবদল ছাত্রদল ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা কাজ করছেন।
এ প্রসঙ্গে আলহাজ্ব মহসিন কবীর বলেন, দেশের এই সংকট মুহুর্তে মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিত। বিশেষ করে ইমাম-মুয়াজ্জিন আমাদের সমাজ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। সামাজিক শান্তি-শৃঙ্খলা রক্ষায়, মানুষকে সচেতন করতে এবং ধর্মীয়ভাবে আমাদেরকে দক্ষ ও যোগ্য হতে সব সময় সহযোগিতা করেন। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী অসুস্থ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।
Posted ৮:০৮ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি