তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
বাঁচলে পরিবেশ, বাঁচবে দেশ,দুর্যোগ হবে নিরুদ্দেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশে একযোগে বৃক্ষরোপন কর্মসূচীর আওতায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় গাছের চারা বিতরণ করেছে পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সবুজ আন্দোলন তেঁতুলিয়া শাখার সভাপতি জুলহাস উদ্দিনের সভাপতিত্বে স্কুল-কলেজের শিক্ষার্থী, উদ্যোক্তাসহ সাধারণের মাঝে গাছের চারা বিতরন করেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ও নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কর্মকর্তা করুনা কান্ত রায়, তেঁতুলিয়া জার্নালিস্টস ক্লাবের সদস্য সচিব এস কে দোয়েল, আহসান হাবীব, শাহাজাহান প্রমুখ।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, প্রকৃতি, পরিবেশ এবং দূর্যোগ থেকে বাঁচতে বৃক্ষরোপনের বিকল্প নেই। তাই প্রতিটি পরিবারে অন্তত তিনটি করে চারা রোপন করা উচিত। এ সময় বক্তারা সবুজ আন্দোলনের এ বৃক্ষরোপনের উদ্যোগকে সাধুবাদ জানান।
Posted ৮:৪২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১৭ জুন ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি