| মঙ্গলবার, ১৬ জুন ২০২০
বিধান চন্দ্র রায়,ঘাটাইল টাংগাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের বোয়ালীহাট বাড়ি এলাকায় মানসিক ভারসাম্যহীন নারী গত শনিবার (১৩ জুন) রাতে ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেয় এমন সংবাদের বৃত্তিতে, ”ঘাটাইলে পাগলী মা হয়েছে বাবা হয়নি কেউ” শিরোনামে প্রকাশিত সংবাদের সূত্র ধরে পাগলী মায়ের সন্তানের বিষয়ে উদ্বীগ্ন হয়ে ফোনে ই যোগাযোগ করেন আলোকিত মানুষ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাজমিন সুলতানা তুলি।
আলোকিত মানুষ ফাউন্ডেশন টি মূলত স্ব -উদ্যোগে গড়ে উঠা স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিদিন দুই শতাধিক পথশিশু দের এক বেলার আহার এবং উত্তরা দিয়াবাড়িতে অসহায় মায়ের সন্তানদের প্রি প্রাইমারী এডুকেশন এর ব্যবস্থা রয়েছে ।
আলোকিত মানুষ ফাউন্ডেশনের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাকে আশ্বস্ত করেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার বলেন ‘স্থানীয় জনগণ এবং প্রশাসন এর পক্ষ থেকে এই শিশুটিকে সামাজিক বৈধ প্রক্রিয়ায় ই একজনের কাছে দত্তক দেয়া হবে। এবং আলোকিত মানুষ ফাউন্ডেশনের পক্ষ থেকে এ শিশুকে যে -ই দত্তক নিবে তার পাশে স্বজনের মতো ই পাশে থাকবে, যাতে এই শিশুটির শিক্ষা, স্বাস্হ্য -সেবা সহ সকল অধিকার পূরণ করা হবে।
“আলোকিত মানুষ ফাউন্ডেশনের “এমন উদ্যোগ সমাজকে আলোকিত করবে। সকল শিশুই ভবিষ্যতে’ র কর্ণধার। তাই সকল শিশুর প্রতি ও রইলো শুভকামনা।
Posted ১০:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৬ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি