মোঃ শরীফুজ্জামান, বাসাইল (টাঙ্গাইল)ঃ | শনিবার, ২১ নভেম্বর ২০২০
“আমরা নবীন শিকড়ের টানে, অগ্রযাত্রায় বাসাইলের পানে” এই মূলমন্ত্রকে সামনে রেখে টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলা হতে বিভিন্ন পাবলিক বিশ^বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সমন্বয়ে যাত্রা শুরু করেছে “পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অব বাসাইল’ নামক এই ছাত্র সংগঠনটি।
১৩ অক্টোবর,২০২০ তারিখে সংগঠনটি যাত্রা শুরু করলেও ২১ অক্টোবর, শনিবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে তাদের কমিটি ঘোষণা করা হয়।
এক বছর মেয়াদি এই কমিটিতে সভাপতি হিসাবে মনোনিত হয়েছেন রনি আহমেদ (রাজশাহী বিশ^বিদালয়), সাধারন সম্পাদক হিসাবে মনোনিত হয়েছেন সাইদুল ইসলাম (বাংলাদেশ কৃষি বিশ্বদ্যালয়, ময়মনসিংহ)।
এছাড়াও সহসভাপতি হিসাবে মনোনিত হয়েছেন- উত্তম রাজবংসী, মেরিনা ইসলাম, কামরুল শিকদার, মোহাম্মদ ইউসুফ, অনিক সাহা, যুগ্মসাধারন সম্পাদক মনোনিত হয়েছেন-রিদওয়ানুল ইসলাম লিখন, সাদনাম নাঈম, এনামুল হক, রুবেল শিকদার, আব্দুল্লাহ আর জুবায়ের, রবিন, জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন, সহঃ সাংগঠনিক সম্পাদক জোবায়ের সিকদার, কোষাধ্যক্ষ সঞ্চয় সরকার, সহঃ কোষাধ্যক্ষ স্বাধীন আহমেদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম শুভ, সহঃ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম, পাপন আহমেদ, দপ্তর সম্পাদক হাসান খান, সহঃ দপ্তর সম্পাদক বিপুল, তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, সহঃ তথ্য ও শিক্ষা বিষয়ক সম্পাদক বিথি আক্তার, আসিফ খান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল হক, সহঃ বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তফসি উপমা জুই, ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবিদ হাসান, সহঃ ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক রাহাত সিকদার, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক শুভ মাহমুদ, সহঃ সমাজ কল্যান বিষয়ক সম্পাদক তন্ময় রহমান, ক্রীড়া বিষয়ক সম্পাদক আজাদ সরকার জয় , সহঃ ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, আন্তজাতিক ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক আবিদ হাসান, সহঃ আন্তজার্তিক ছাত্র কল্যান বিষয়ক সম্পাদক ফরিদ আহমেদ প্রমুখ।
সংগঠনটির লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে রয়েছে, বাসাইলে শিক্ষার মান উন্নোয়নে ও প্রসারে সহয়তা করা, বাসাইলের শিক্ষার্থীদের দেশের বিভিন্ন বিশ^বিদ্যালয়ে ভর্তির ব্যাপারে সহয়োগিতা করা, দরিদ্র ও মেধাবি শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করা, বিভিন্ন সমাজ কল্যান ও সামাজিক কাজে সহযোগিতা করা, সামাজিক ভাতৃত্ববোধ বৃদ্ধি করা, উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও সৃজনশীল কাজে সহযোগিতা করা, জরুরী প্রয়োজনে বিনামূল্যে রক্তের ব্যবস্থা করা।
সাধারন সম্পাদক সাইদুল ইসলাম , সংগঠনটির নানাবিধ কর্মকান্ডে বাসাইল উ্পজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সার্বিক সহযোগিতা কমনা করেন।
Posted ৫:৫৫ অপরাহ্ণ | শনিবার, ২১ নভেম্বর ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি