| শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০
আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আলহাজ্ব মোবারক আলী চক্ষু হাসপাতাল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। গত শুক্রবার উপজেলা সদরের চাপোড় গ্রামে ৬৮ শতক জমির ওপর পীরগঞ্জের মোবারক আলী চ্যারিটেবল ট্রাস্টের উদ্যোগে এ চক্ষু হাসপাতালটির ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ।
এ সময় উপস্থিত ছিলেন ট্রাস্টের চেয়ারম্যান ডা. মুনির উদ্দিন, ট্রাস্ট পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা ইকরামুল হক, ভারপ্রাপ্ত সম্পাদক ও ট্রাস্টি ইমদাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, ৬নং পীরগঞ্জ ইউপি চেয়ারম্যান মাহবুব আলম, ৭নং হাজীপুর ইউপির সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মেহের এলাহী,সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, উপজেলা বিএনপির সহসভাপতি মইনুল হোসেন সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক গোলাম রব্বানী,
সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো.শাহজাহান, ট্রাস্টের সম্পাদক রহমত আলী, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা, সদস্য কামরুজ্জামান চৌধুরী, আয়ুব আলী প্রমুখ।
চক্ষু হাসপাতালের উদ্যোক্তা সুত্রে যানাজায়, আগামী এক বছরের মধ্যে হাসপাতালটির একতলা ভবন নির্মাণকাজ শেষ হলে প্রাথমিক পর্যায়ে চোখের চিকিৎসাসেবা দেওয়া হবে।
Posted ১২:১৫ অপরাহ্ণ | শনিবার, ২৯ ফেব্রুয়ারি ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি