প্রথম দৃষ্টি ডেস্ক : | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
নাজিম উদ্দিন বিশ্বাস। ছবি-সংগৃহীত
নিজ পুত্রবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন নাজিম উদ্দিন বিশ্বাস (৬৯) নামে এক বৃদ্ধ।ঘটনাটি চুয়াডাঙ্গা পৌর এলাকার সাদেক আলী মল্লিক পাড়ার। সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন।
পুলিশ জানান,সকালে গৃহবধূ রান্নাঘরে গৃহস্থালীর কাজ করছিলেন। এসময় সুযোগ বুঝে একা পেয়ে তার শ্বশুর নাজিম উদ্দিন পিছন থেকে জড়িয়ে ধরে তার শ্লীলতাহানি ও ধর্ষণ চেষ্টা করেন। এসময় ওই নারীর চিৎকারে ছুটে এসে তাকে উদ্ধার করে আশেপাশের লোকজন। নাজিম উদ্দিনকে আটক পুলিশকে খবর দেন তারা।
তিনি আরও জানান, এর আগেও তার শ্বশুর বিভিন্ন সময়ে কু-রুচিপূর্ন,অশ্লীল কথাবার্তাসহ কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি শ্বাশুড়ি ও স্বামীকে জানালেও কোন প্রতিকার না পেয়ে ওই ঘটনায় বিকেলে পুত্রবধূ বাদী হয়ে শ্বশুরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। সন্ধ্যায় গ্রেপ্তার নাজিম উদ্দিনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Posted ৪:৩০ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি