| মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
জব ডেস্ক :
দেশের বিভিন্ন জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে “বর্তমান্ সময়” ডট কম অনলাইন পত্রিকায় প্রতিনিধি নিয়োগ চলছে।
“বর্তমান্ সময়” ডট কম অনলাইন পত্রিকা পাঠক সমাজে জনপ্রিয়তা পেয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে তরুণ, অভিজ্ঞ ও আন্তরিক সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় “বর্তমান্ সময়” ডট কম অনলাইন পত্রিকা’র নিয়োগ প্রক্রিয়ার এ ধাপ।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :
• ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে।
ই-মেইল: member@bhortomanshomoy.com
•ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধি।
•আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
•পরিশ্রমী, মেধাবী এবং আগ্রহী অভিজ্ঞ/নতুনদের অগ্রাধিকার দেয়া হবে।
•নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ প্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না।
নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ার করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
•অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
• নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।
• চূড়ান্ত নিয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে।
• প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।
বি:দ্র: “বর্তমান্ সময়” ডট কম অনলাইন পত্রিকা কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হয়। “বর্তমান্ সময়” ডট কম অনলাইন পত্রিকা’কে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন।
বিস্তারিত জানতে দৈনিক নতুন দিগন্ত পত্রিকা ভিজিট করুন- www.bhortomanshomoy.com
নিয়মিত সবশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেইজে- www.facebook.com/bhortomanshomoy লাইক দিয়ে সঙ্গে থাকবেন।
Hotline: 01305-085178
Posted ৪:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি