পঞ্চগড় সংবাদদাতা | সোমবার, ০৫ জুলাই ২০২১
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার সামগ্রী হিসেবে ১ হাজার কেজি মৌসুমি ফল আম পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর নেপালে পাঠানো হয়েছে।
সোমবার (৫ জুলাই) সোয়া ৬ টায় পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতের ফুলবাড়ি দিয়ে ১ হাজার কেজি(১০০ টি কার্টুন) মৌসুমি ফল আম নিয়ে একটি পিকআপ গাড়ি নেপালের উদ্দেশে প্রেরণ করা হয়।
এসময় বাংলাবান্ধা স্থলবন্দরে উপস্থিত ছিলেন এডিশনাল এসপি সদর সার্কেল জনাব মোঃ রাকিবুল ইসলাম,তেঁতুলিয়া মডেল থানার (ওসি তদন্ত) বেনজির আহম্মেদ,বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশনের পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম,বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেডের ইনচার্জ আবুল কালাম আজাদ ,বাংলাবান্ধা ল্যাল্ডপোর্ট লিমিটেডের পোর্ট ইন্সপেক্টর সারোয়ার হোসেন সাগর ও উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি ও বেসরকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
Posted ২:২০ অপরাহ্ণ | সোমবার, ০৫ জুলাই ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | মোবারক হোসাইন