| সোমবার, ১০ আগস্ট ২০২০
মহুয়া জান্নাত মনি,রাঙামাটি প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে করোনাকালীন আর্থিক সহায়তা পেলেন রাঙামাটির সাংবাদিকরা।
রোববার বিকাল ৫টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের মধ্যে প্রথম পর্যায়ে ১৯জনের প্রত্যেককে ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী। অনুষ্ঠান পরিচালনা করেছেন, নিউজ টোয়েন্টি ফোর স্টাফ রিপোর্টার ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি ফাতেমা জান্নাত মুমু।
এ ছাড়া তিন পার্বত্য জেলার সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, রাঙামাটি পৌরসভার মেয়র মো. আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন পাল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা ও রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামনুর রশিদ বলেন, আর্থিক সহায়তার চেয়ে অধিক মূল্যায়ন হচ্ছে- কাজের স্বীকৃতি। করোনাকালে ঝুঁকি নিয়ে রাঙামাটির সাংবাদিকরা যে দায়িত্ব পালন করে যাচ্ছেন, তার মূল্যায়ন করে স্বীকৃতি দিতে প্রধানমন্ত্রীর এ উপহার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সবক্ষেত্রে সব সময় আন্তরিক। তাই এ অঞ্চলের সাংবাদিকরা করোনাকালীন ঝুঁকি নিয়ে কাজ করার জন্য তাদের কাজের স্বীকৃতি দিতে এ উপহার পাঠিয়েছেন।
প্রধান বক্তা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব মহসিন কাজী বলেন, প্রধানমন্ত্রী দলমত সব সাংবাদিকদের জন্য উদার। সেজন্য সাংবাদিকদের সহায়তায় নিজের উদ্যোগে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন তিনি। এবার প্রথম পর্যায়ে রাঙামাটির ১৯জন সাংবাদিককে প্রধানমন্ত্রীর করোনাকালীন আর্থিক সহায়তা পাচ্ছেন। বাকিরাও পর্যায়ক্রমে সবাই পাবেন।
Posted ৪:০৫ অপরাহ্ণ | সোমবার, ১০ আগস্ট ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি