তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি : | বুধবার, ০৭ জুলাই ২০২১
কোভিড-১৯ এর কঠোর লকডাউনের সময়ে কর্মহীন দরিদ্র হোটেল ও মোটর শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়নের অর্থায়নে উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতায় নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মানবিক সহায়তা বিতরণ করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান।
অনুষ্ঠানে স্বাস্থ্যবিধি মেনে উপজেলার কর্মহীন ১৬৫ জন মোটর শ্রমিক ও ৭০ জন হোটেল শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ১০ কেজি চাল বিতরণ করা হয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল ও উপজেলা ত্রাণ বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Posted ৯:৫৯ পূর্বাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি