| বুধবার, ১৫ এপ্রিল ২০২০
নিজস্ব প্রতিবেদক :
আজ বুধবার (15 এপ্রিল, ২০২০) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে করোনা মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে বিভিন্ন মন্ত্রনালয়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে আর্থিক অনুদান এবং মেডিকেল সামগ্রী প্রদান করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গণভবন প্রান্ত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী কার্যালয় প্রান্তে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে অনুদানের চেক গ্রহণ করেন। বাংলাদেশ ফরেন সার্ভিস এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মাসুদ মাহমুদ খোন্দকার এবং সমাজসেবা সম্পাদক এবিএম সরওয়ার-ই-আলম সরকার (মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব) করোনা ভাইরাস মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে এসোসিয়েশনের সকল সদস্যের বৈশাখী ভাতা একটি পে-অর্ডারের মাধ্যমে প্রদান করেন।
Posted ৫:৪৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ এপ্রিল ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি