| রবিবার, ১৪ জুন ২০২০
রবিউল ইসলাম রতন
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় করোনা সংক্রমণ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখায় তেঁতুলিয়ার সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হকের প্রশংসা করেছেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী। করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায়, পুলিশ, স্বশস্ত্র বাহিনী, প্রতিনিধি ও নাগরিকদের সহযোগিতায় অকুতোভয়- সময়ের সম্মুখযোদ্ধা হিসেবে লড়াই করে যাওয়ায় ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে একটি পত্র পাঠিয়েছেন ভূমি সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী।
সচিবের স্বাক্ষরিত পত্রটি সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক । সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক বলেন, কিছু শব্দ মানুষকে আরেকটু শক্তি যোগায় হয়ত শরীরে নয় মনে, ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা মান্যবর সচিব, ভূমি মন্ত্রণালয় স্যারের প্রতি মাঠ পর্যায়ের এই ক্ষুদ্র কর্মীর প্রচেষ্টাকে অনুধাবন করার জন্য। স্যারের এ শব্দ সম্ভারে কর্ম স্পৃহা আরও বেড়ে যাবে ইনশাআল্লাহ । আমার আওতাধীন রাজস্ব প্রশাসনের প্রধান সহকারী, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, সার্ভেয়ার, নাজির, পেশকার, ড্রাইভার, অফিস সহায়ক সহ সকল সহকর্মীরাও এ প্রাপ্তির অংশীদার।
দেশে করোনা ভাইরাসের সংক্রমণে শুরু থেকেই উপজেলায় করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম থেকেই কাজ করে যাচ্ছেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুল হক। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, জনসচেতনতা সৃষ্টিসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিন-রাত নিরলস চেস্টা করে যাচ্ছেন তিনি।
Posted ৪:০৫ অপরাহ্ণ | রবিবার, ১৪ জুন ২০২০
দৈনিক প্রথম দৃষ্টি | প্রথম দৃষ্টি